ফারুক হোসেন ইমন:
অবরোধ ও হরতালের সমর্থনে কক্সবাজার শহরে মিছিল করেছে ছাত্রদল।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে মোহাম্মদিয়া থেকে শুরু করে সুগন্ধা গিয়ে শেষ হয়।
শহীদ স্মরণী সড়কের সামনে জেলা বিএনপির কার্যালয় থাকলেও সংগঠনটি ঝটিকা মিছিল করতে দেখা যায়।
এসময় কক্সবাজার শহর ছাত্রদলের নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিলে সরকারের পদত্যাগ ও নির্বাচনী তফসিল বাতিল চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় ছাত্রদল কর্মীদের।
ছাত্রদল কর্মীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল সমর্থনে মিছিল করেন বলে জানিয়েছেন।
তারা আহ্বান করেন,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হোন।
এদিকে একই শ্লোগানে ৩০ নভেম্বর ২য় দিন হরতাল সমর্থনে কক্সবাজার শহরে মিছিল সম্পন্ন করেন।
দেখা যায়,বিদ্যুৎ অফিস থেকে শুরু করে শহরের লাবণী পয়েন্ট পর্যন্ত ছাত্রদলের এই মিছিল শেষ করেন।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন,আমরা রাজপথে আছি থাকবো। যতদিন এই অবৈধ সরকারের পতন এবং অবৈধ তফসিল ঘোষণা বাতিল না হয়।