নিজস্ব প্রতিবেদক
টানা ২ বারের সংসদ সদস্য থাকার পরও এক টাকার সম্পদও বাড়েনি কক্সবাজার সদরের জনপ্রিয় এমপি সাইমুম সরওয়ার কমলের।
বৃহস্পতিবার নৌকার মাঝি হিসেবে কক্সবাজার জেলা প্রশাসককে জমা দেওয়া মনোনয়নপত্রের সংযুক্ত হলফ নামায় জানা গেছে এই তথ্য।
সাইমুম সরওয়ার কমল কক্সবাজারবাণীকে জানান এমপি হওয়ার আগে ও পরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সকল সহায় সম্পদ এবং ব্যাবসা বানিজ্যের যা রোজগার হয় সব দেশ মাটিও মানুষের জন্য ব্যয় করি।
একারণে আমার সম্পদ বাড়েনি।বরং আগে যা ছিল সেখান থেকে কমে গেছে সেটা বড় কথা নয় বিভিন্নভাবে আরও ঋণগ্রস্ত আছি।