ফরিদুল মোস্তফা খান :
মনোনয়ন জমাদানের শেষ দিনে ৪ টা ১ মিনিটেও কোন মনোনয়ন জমা না নিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।
একারণে আইন অমান্য করে দেরিতে আশা অনেক প্রভাবশালী এমপি প্রার্থী জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের প্রতি ক্ষুব্দ হলেও সাধারণ মানুষ বলছেন,আইনের চোখে সকলেই সমান।রিটার্নিং কর্কর্তা হিসেবে তিনি সর্বক্ষমতার মালিক।
চাইলে ডিসি শাহীন ইমরান অনৈতিক পদ্ধতিতে মনোনয়ন জমা নিয়ে কোটি কোটি টাকা উপার্জন করতে পারতেন।সেটা না করে কক্সবাজারের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় উক্ত জেলা প্রশাসক প্রমান করলেন সততাই উত্তম প্রন্থা।