ফরিদুল মোস্তফা খান
মনোনয়ন পত্র জমা দিলেন কক্সবাজার ০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল। বিকেল ৪ টার কিছু আগে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছে মনোনয়ন জমা দেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল থেকে কক্সবাজারে চার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দুপুর ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একযোগে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত কক্সবাজার-২ আসনের প্রার্থী আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ আসনের শাহীন আকতার ও কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।
এছাড়াও ওই সময় মনোনয়ন জমা দেন কক্সবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, জাকের পার্টি, কল্যাণ পার্টিসহ ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মহেশখালী কুতুবদিয়া আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক জানিয়েছেন, দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী নিয়ে তারা বিব্রত নয়, বরং তাদের কারণে নির্বাচন উৎসব মুখর হবে বলে প্রত্যাশা তার।
বিকেল ৪টার আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের কার্যালয়ে হাজির হোন কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের জনপ্রিয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
মনোময়ন জমা দেওয়ার আগে ও পরে গণমাধ্যমকে তিনি জানান,এবার নির্বাচিত হলে কক্সবাজারকে আরও সুসজ্জিত করা হবে।
টানা ২ বারের সংসদ সদস্য থাকা কালে জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার কক্সবাজারকে তিলোত্তমা নগরী করেছেন।ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কারণে এবারও জনগণ প্রতিপক্ষকে লক্ষাধিক ভোটে পরাজিত করবেন আশাবাদ ব্যক্ত করে তিনি নিজের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন,এবার নির্বাচিত হলে অসমাপ্ত সকল উন্নয়ন কর্মকান্ড সমাপ্তি করার পাশাপাশি ভূমিহীনদের সম্মানের সাথে ভূমি বন্দোবস্ত এবং পূণর্বাসন করবেন।
এমপি কমল মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মীদের নিয়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে এক সভায় মিলিত হন।
এতে কক্সবাজার জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবিন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা বক্তব্য রেখে এবারও নৌকা প্রতীক দেওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এমপি কমলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
এতে বক্তারা বলেন,আগামী ৭ তারিখ নৌকার বিজয় যেন কেউ ঠেকাতে না পারে সেই জন্য সকল নেতা কর্মীদের স্বজাগ থাকতে হবে।
উল্লেখ্য মনোনয়ন জমা দেওয়ার সময় এমপি কমলের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর,মোস্তাক আহমেদ চৌধুরী,কানিজ ফাতেমা এমপি, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজারের পিপি এড.ফরিদুল আলম,সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মাদুল করিম মাদু,রামু রাজারকূল ইউপি সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী,এড.মোজাফফর আহমেদ হেলালী,এড.একরামুল হুদা,বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিকলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, সেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম আলী, আবু বক্কর,রামু উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুন্নি,সেচ্ছাসেবকলীগ নেতা আব্দু রহমান সহ আরো অনেকেই।
মনোনয়ন জমাদানের পর জেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ ইউপি চেয়ারম্যান রাশেদ,ঝিলংঝা ইউপি চেয়ারম্যান টিপু সহ আরও অনেকেই।