• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার

জেটি ঘাটে ভাঙন, ঝুঁকি নিয়ে পারাপার

নাজিম উদ্দিন:পেকুয়া
আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩


নাজিম উদ্দিন কুতুবী,পেকুয়া


কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে পেকুয়া যাতায়াতের একমাত্র জেটি ঘাটের বিভিন্ন অংশ ভেঙে পড়ায় নদী পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯০ সালের দিকে কুতুবদিয়ায় যাত্রী পারাপারের জন্য পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে জেটিঘাটটি স্থাপন করে পানি উন্নয়ন বোর্ড। ২০০৪ সালে চ্যানেলের চরে জেগে ওঠা অংশে জেটি ঘাটটির বাড়তি অংশ সম্প্রসারণ করা হয়। তখন মূল ভূখণ্ড থেকে দীর্ঘ জেটি স্থাপনের পাশাপাশি সীমানায় স্থাপন করা হয় প্লাটফর্ম। উনিশ বছর ধরে এ জেটি ঘাট দিয়ে স্বাচ্ছন্দ্যে নদী পারাপার করেছে মানুষ। কুতুবদিয়া উপজেলার তিন লাখ মানুষের যাতায়াতের অন্যতম পথ এই ঘাট। প্রতিবছর এটি ইজারা দিয়ে বিপুল রাজস্ব আদায় করেছে সরকার। চলতি অর্থবছরে মগনামা থেকে বড়ঘোপ ঘাট ২ কোটি ৬৫ লাখ, দরবার ঘাট ১ কোটি ৫০ লাখ ও মগনামা জেটি ঘাট ৭০ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর ৪-৫ কোটি টাকা রাজস্ব আয় করে দিলেও বরাবরই উপেক্ষিত এ জেটি ঘাট। দীর্ঘদিন ধরে ঘাটের বিভিন্ন অংশ ভেঙেচুরে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে না। ঘাটের বাতিগুলো বেশিরভাগ অকেজো হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, জেটি ঘাটের প্লাটফর্ম ও মূল পথের আটটি অংশে রেলিং ভেঙে বিলীন হয়ে গেছে। ঘাট থেকে নৌযানে উঠানামার সিঁড়ির ইট সুরকি খসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষজন ঘাটে সাবধানে পা ফেলছে। ঘাটের চারটি সিড়ির তিনটিতেই এমন গর্ত রয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন ৪-৫ হাজার মানুষ এ ঘাট ব্যবহার করছে।

কুতুবদিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, মগনামা ঘাট দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে সারাদেশে যাতায়াতের সহজ পথ। কিন্তু ঘাটের এ বেহাল দশা আমাদের চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। রেলিং ধ্বসে পড়ায় যাত্রীদের চলাচল অরক্ষিত হয়ে পড়েছে। এতে মানুষ নদীতে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। তাছাড়া সিঁড়ির গর্তে আটকে আহত হবার ঝুঁকি আরো প্রবল। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। ঘাট ব্যবহারে নারী-শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবারই আমরা নির্ধারিত টোল দিয়ে ঘাট পারাপার করি। তাই, জেটি ঘাটটি দ্রুত সংস্কার দাবি করছি।

মগনামা লঞ্চঘাট পরিচালনায় নিয়োজিত ইজারাদার নুরুল ইসলাম বলেন, জেটি ঘাট সংস্কারের জন্য আমরা জেলা ও উপজেলা প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু এব্যাপারে তাদের কোন উদ্যোগ দৃশ্যমান নয়।

এব্যাপারে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, জেলা বা উপজেলা প্রশাসন আমাদের লিখিতভাবে জানালে ঘাট সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল বলেন, নদী পারাপারে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত জেটি ঘাটটি সংস্কার করা হবে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার