নিজস্ব প্রতিবেদক:
ঈদগাঁওর কথিত সাংবাদিক শহিদ মোস্তফার ইয়াবা কান্ড শিরোনামে”পাঠানো মোহাম্মদ ওসমান গণি ইলির সংবাদটি ২১ নভেম্বর মঙ্গলবার দৈনিক কক্সবাজারবাণীর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর সংবাদদাতা ওসমান গণি তা অস্বীকার করে ভিকটিমের পক্ষে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর কারণে উক্ত সংবাদের প্রতিবেদক দৈনিক কক্সবাজারবাণীর মফস্বল সম্পাদক জনাব মোহাম্মদ ওসমান গণি ইলির নিয়োগ এবং পরিচয় পত্র বাতিল করা হলো।
অতএব আজকের পর থেকে জনাব ওসমান গণি দৈনিক ককসবাজারবাণীর কেউ নই।
কোথাও পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা আদায় করতে চাইলে তাকে নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ রইলো।
নিবেদক,কতৃপক্ষ