• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩


নিজস্ব প্রতিবেদক :


শহরের পশ্চিম টেকপাড়া থেকে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ি থেকে বাইকটি নিয়ে যায় চোরের দল।

সাংবাদিক আজিজ রাসেল জানান, বাইকটি প্রতিদিন বাড়ির আঙিনায় তালাবদ্ধ করে রাখি। মাঝেমধ্যে মামা ফয়সালের বাড়িতেও পার্কিং করে রাখা হয়। সেখানে নিয়মিত ৪—৫টি বাইক থাকে। গত দুইদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় বাইকটি ওইস্থানে রাখা হয়েছিল। শহরের তারাবনিয়ার ছড়াস্থ হোসাইন মটরস শো—রুম থেকে বাইকটি ২০২১ সালের ১৩ ডিসেম্বর কেনা হয়। যার ব্র্যান্ড ও মডেল হোন্ডা লিভো ডিস্ক। এবং কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।’

 

ছাত্রলীগ নেতা আসিফ উল করিম বলেন, ‘আমার বড় ভাই আবদুল্লাহ ফয়সালের বাড়িতে নিয়মিত অনেক গাড়ি থাকে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বাড়ি ও আশপাশে নজরদারি করা হয়। চোরের দল কয়েকটি লক ভেঙ্গে আমার ভাইয়ের সিএক্স মডেলের বাইকও চুরি করার চেষ্টা করে। পরে সফল না হয়ে আজিজ রাসেল ভাইয়ের গাড়িটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরের দলকে সনাক্তের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়রা জানান, ‘আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের অন্যতম হোতা সিকদার মহল এলাকার শিহাব, পূর্ব টেকপাড়া রাব্বি ও পাহাড়তলী এলাকার মাঈন। তাঁদের সিন্ডিকেটের সদস্যরাই বাইকটি চুরি করতে পারে। বাইক চুরির এক সপ্তাহ ধরে শিহাব ও তাঁর দলবলকে টেকপাড়া এলাকায় বাইক নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে শহর বা চকরিয়া ও মহেশখালীতে বাইকটি নিয়ে যাওয়া হয়েছে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে চোরের দলকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

 


আরো বিভন্ন নিউজ দেখুন