• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারী চক্র,অপরাধীদের শেষ কোথায়? রামু প্রেস ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা প্রেসক্লাব কক্সবাজারের তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সেক্রেটারি

লাখ টাকায় মিলে ফুলছড়ি বনের মালিকানা!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি বন বিটের আওতাধীন জুম নগর এলাকায় ২০১৭-১৮ সালে সৃজিত বনায়নে প্লট আকারে বিক্রির কান্ডে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক পরিচয়ে বেশ কিছু নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে দখলদারদের বিরুদ্ধে।

এখানে ১২০ একরের বেশি বনভূমি বেদখল হয়েছে এরই মধ্যেই। কয়েক কোটি টাকা চারাগাছ কেটে ধ্বংস করে সেখানে গড়ে তোলা হয়েছে বাড়িঘর।

বনবিভাগ কয়েকবার নাম মাত্র উচ্ছেদ অভিযান চালিয়ে দায় সেরেছেন। তবে বনবিভাগ এখন রহস্যজনক ভাবে নিরব ভুমিকা পালন করছে।

ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বন বিটের অধীনে হাজার হাজার একর বন ভূমির মালিক ছিল বনবিভাগ।

বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় শত একরে।

ধীরে ধীরে গাছ কেটে বন উজাড়, রাতারাতি পলিথিন কিংবা বাশের বেড়া দিয়ে তুলে সরাসরি দখল এবং বন কর্মকর্তাদের হাত করে বিভিন্ন প্রক্রিয়ায় বেদখল।

যেখানে সরকারি গাছ কাটাই নিষেধ সেখানে বনায়নের ভেতর প্রকাশ্যে তারা কাটছে তাজা চারা গাছ ও অবৈধ স্থাপনা গড়ে তুলছে।

স্থানীয়রা জানান, লাখ লাখ টাকা রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে দিলেই সব করা যায়।

সবাই ভাগ নেয় টাকার।গত কয়েকদিনে ২০১৭-১৮ সালে সৃজিত বনায়নের কোটি টাকার চারাগাছ কেটে ফেলা হয়েছে। এখন চারাগাছের গুড়ালিগুলো স্বাক্ষী হয়ে আছে।

ফুলছড়ির বিট কর্মকর্তা আকরাম উল্লার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েক দিনে একাধিকবার অভিযান চালানো হয়েছে, সামনে আরো অভিযান চলবে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার