আবদুল করিম :
সারাদেশের ন্যায় কুতুবদিয়ায় কোভিড ১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ জহিরুল হায়াতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হেলাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা
, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দীন ছোটন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এসময় প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কমরু। পরে টিকা নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ জহিরুল হায়াত, সহকারী কমিশনার ভুমি হেলাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্যরা।
এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম বলেন, টিকা গ্রহণ করার পর আমি পুরোপুরি সুস্থ। এসময় তিনি রেজিষ্ট্রেশন করে সকলকে টিকা গ্রহণ করার আহবান জানান।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকে রেজিষ্ট্রেশন করে এসএমএস পাওয়া ৩০ জনকে দেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে দেয়া হবে।