• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

গরিবের মা বাপ কক্সবাজার পৌর কাউন্সিলর আকতার কামাল

মোহাম্মদ ফয়সাল:
আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩


মোহাম্মদ ফয়সাল :


খেয়ে না খেয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সেবাই ব্যস্ত থাকেন কক্সবাজার পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ।

কাউন্সিলর হওয়ার আগে থেকেই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী তিনি।

১৯৯১ সালের ভয়াল ঘুর্ণিঝড়ে স্বজন হারিয়ে উপকূল থেকে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সমতি পাড়ায় তথা ১নং ওয়ার্ডে প্রান নিয়ে অবস্থান নেওয়া সাধারণ মানুষের অভিভাবক তিনি।

এলকার সাধারণ মানুষ তাকে গরিবের মা বাবা বলে জানেন।

সম্প্রতি পৌর কাউন্সিলর এস আই এম আকতার কামালের এলাকা কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড সরজমিন পরিদর্শন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপে জানা গেছে উল্লেখিত তথ্য।

সমিতি পাড়ার রাশেদা বেগম নামের এক শুটকি শ্রমিক জানিয়েছেন, ৯১ ঘুর্ণিঝড়ে মা বাবা হারিয়ে প্রানটা নিয়ে চর এলাকায় আসার পর থেকে আকতার কামাল আমাদের জন্য অনেক কিছু করেছেন।

ওই সময় এখানে বিদ্যুৎ ছিল না। তখন তিনি জনপ্রতিনিধি ছিলেন না।

কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি পকেটের টাকা খরচ করে যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়ে বিদ্যুৎ সহ আল্লাহর রহমতে অনেক কিছু এনে দিয়েছেন।

একবার বাসায় খাবার ছিল না,আকতার কামালকে বলছি তিনি আমাদের জন্য খাবারের ব্যাবস্থা করেছেন।

আল্লাহ আমার মাথায় যত চুল দিয়েছে,আকতার কামালকে তত হায়াৎ দিক।

শুধু রাশেদা বেগম নয়,১ নং ওয়ার্ডের বিভিন্ন লোক জনের সাথে আলাপে জানাগেছে,আকতার কামালের আরো অনেক সুনাম।

তবে আকতার কামালকে যারা পছন্দ করেন না,তারা প্রতিবেদককে বলেছেন, আকতার কামাল ভাল না।

কেমন ভাল নয়,এমন প্রশ্নের জবাব চাইলে তারা আকতার কামালের বিরুদ্ধে আবুল তাবুল অভিযোগ তুলেন।

কেউ কেউ বলছেন,পৌর কাউন্সিলর হওয়ার পর থেকে তিনি নিজের মানুষগুলো ছাড়া অন্য কারো উপকার করেন না।

প্রসঙ্গত, একজন জনপ্রতিনিধির অনেকের অমিল থাকতে পারে।

তবে সামগ্রীক অর্থে ১ নং ওয়ার্ড কাউন্সিলর অবেহেলিত জনগোষ্ঠী ও জনপদের সেবা করে যাচ্ছেন।

উল্লেখ্য এস আই এম আকতার কামাল কক্সবাজার ১ নং ওয়ার্ডের টানা তিন তিন বার নির্বাচিত পৌর কাউন্সিলর।


আরো বিভন্ন নিউজ দেখুন