ফরিদুল মোস্তফা খান :
প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনকে ঘিরে ডিসি এসপির নেতৃত্বে কক্সবাজার প্রশাসন এবং দলীয় নেতাকর্মীর পাশাপাশি সকল গোয়েন্দা সংস্থার নির্ঘুম রজনী কাটছে।
নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে মহেশখালী সহ যেখানে যেখানে প্রধানমন্ত্রী যাবেন সেখানে।
এই কারনে স্থানীয় প্রশাসন জেলা উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠন সমূহ চলছে দফায় দফায় প্রস্তুতি সভা।
নির্বাচিত হওয়ার পর থেকে স্বপরিবারে মহেশখালী এবং কক্সবাজার ত্যাগি অনেক ইউপি চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা এলাকায় ফিরছেন।
কেউ কেউ প্রধানমন্ত্রীর আগমনের পর নিজেদের অভ্যন্তরীন কোন্দল,ভূল বোঝাবুঝি,ভাগ ভাটোয়ারার মিল অমিল এবং নিজেদের জনবিচ্ছিন্নতার খবর নিয়ে যেন মাতামাতি না হয়, সে বিষয়ে একে অপরের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছেন।
জানা গেছে, শীর্ষ জেলা আওয়ামীলিগ নেতাদের মধ্যে চিহ্নিত কয়েকজন অপরাধীর পক্ষে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত নেতা গত ১৫ বছরের শাসন আমলে নিজেদের কৃত অপকর্মের বিষয় ধামাচাপা দিতে একে অপরকে হাতে পায়ে ধরে কোলাকুলি করছেন।
তারা একজন অপরজনকে বলছেন, মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে দুস্ত তুই আমার গুলো বলিস না।আমিও তুর গুলো বলবো না।
রোববারের আগের দিন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এর সাথে আলাপে জানা গেছে,তিনি প্রধানমন্ত্রীর আগমন এবং নিরাপত্তার বিষয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম জানিয়েছেন,
ভাই মহেশখালীতে আছি।
মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ওনার নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করছি।
রোববার কক্সবাজার জেলা প্রশাসক মো:শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা প্রশাসনের কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনির দায়িত্বশীল এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি প্রধানমন্ত্রীর জনসভা সহ কক্সবাজার সফরকে সফল এবং স্বার্থক করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযুদ্ধা জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ১ মাহবুবুল হক মুকুল,জেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মহিলা আওয়ামীলিগ নেত্রী নাজনিন সরওয়ার কাবেরী,সাবেক মহিলা এমপি এ্যাথিন রাখাইন,মহিলা এমপি কানিজ ফাতেমা মোস্তাক,জেলা আওয়ামীলীগ সভাপতি এড.ফরিদুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা এড.সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলিগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, পিপি এড.ফরিদুল আলম সহ আওয়ামীলীগ নেতারা জননেত্রী শেখ হাসিনার সফর সফল করতে কাজ করছেন।
মহেশখালী কুতুবদিয়া আসনের নির্বাচিত এমপি আশেক উল্লাহ রফিক দ্বাদশ জাতীয় সংসদ দির্বাচনের আগে নিজ এলাকায় নেত্রীর আগমনে সর্বশেষ জনপ্রিয়তা দেখাতে মাঠঘাট চষে বেড়াচ্ছেন।
তিনি কক্সবাজারবাণীকে জানান,মহেশখালীতে আছি অনেক ব্যাস্ত সময় যাচ্ছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনকে সফল করতে রাজধানী ঢাকা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বশীল অনেক কর্মকর্তা এবং দলের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা আগে ভাগেই কক্সবাজার এসে সবকিছু মনিটরিং করছেন।