মোহাম্মদ ফয়সাল :
পর্যটকদের নিরাপত্তার পাশা পাশি পুরো কক্সবাজার থানার মানুষ কে সত্যিকার পুলিশি সেবা দিতে আমরা বদ্ব পরিকর। পুলিশ-জনতা, জনতায় পুলিশ কথাটির মর্ম মানুষের ঘরে ঘরে পৌছে দিতে চেষ্টা করব, থানায় আগত কেউ যেন হয়রানির শিকার না হন । দালাল মুক্ত পরিবেশে সকলেই যেন নাগরিক সুবিধা নিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সেই লক্ষেই দিবা রাত্রি কাজ করবে কক্সবাজার থানা পুলিশ
কথা গুলো বলেছেন , কক্সবাজার থানায় যোগদানকৃত নতুন ওসি রকিবুজ্জামান।
প্রতিবেদক কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাত কারে মাদকও সন্ত্রাস মুক্ত পর্যটন শহর করতে তিনি সকলের সহযোগিত চেয়ে আরও বলেন, আমি যোগদানের পর থেকে পর্যটন শহর কক্সবাজারকে অপরাধমুক্ত করতে এসপি মহোদয়ের নির্দেশনা মতে কাজ করে যাচ্ছি।যেহেতু আমি এই জেলায় নতুন তাই একটু কষ্ট হলেও চেষ্টা করেছি,সর্ব প্রথম থানা এলাকার মানুষের জান মালের সঠিক নিরাপত্তা দিতে।
এই লক্ষে ইতোমধ্যে কক্সবাজার শহরকে অনেকটা ছিনতাইমুক্ত নগরীতে পরিনত করা হয়েছে।
গ্রেফতার করা হচ্ছে ছিনতাইকারী সহ সব প্রকার অপরাধীদের।
একই সাথে কক্সবাজার থানা পুলিশ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারেও কঠিন অবস্থানে রয়েছে।
আমাদের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা স্যার সহ উর্ধতন স্যাররা পর্যটন শহর হিসেবে কক্সবাজারবাসীর জান মাল রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে আমাদের সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।