কবি লিপিকা ইয়াছমিন লাকী
কক্সবাজার ড্রেন থেকে বুধবার উদ্ধার হওয়া শিশু আসরাফুল ইসলাম রোহান (৬) নামের মুক্তিপণ আদায়ের জন্য ই অপহরণ করা হয়েছিল। অপহরণের পর বিষয়টি জানাজানি হলে গলা টিপে হত্যা করা হয় রোহানকে।এ ঘটনায় হত্যাকারী রাহিন আহমদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করার পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বিকেলে কক্সবাজার পৌরসভার নাপ্পাজা পাড়ার ড্রেনে মরদেহ টি দেখতে পায় স্হানীয়রা।পরে পুলিশকে খবর দিয়ে মরদেহ টি উদ্ধার করে।নিহত আসরাফুল ইসলাম রোহান সদরের ঝিলংজা ইউপির দক্ষিণ হাজীর পাড়ার রহমত উল্লাহ ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সদর থানার ওসি মোঃ রকিবুজ্জামান জানিয়েছেন,রোহানের হত্যাকারি যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গ্রেফতার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার ও করেছে। গ্রেফতার রাহিন আহমদ সিলেট জেলা গোপালগঞ্জের সন্দিশাইল এলাকার বাহার উদ্দিনের ছেলে।ওসি মোঃ রকিবুজ্জামান (২৮ অক্টোবর) বিকেলে শিশু রোহান নিজ বাড়ি থেকে দোখানে নাস্তা কিনে যায় ঐখানে রোহানের দাদা জয়নাল আবেদীন বসা ছিলেন এবং তিনি রোহানকে দোকানে দেখে দ্রুত বাড়ি চলে যাওয়ার কথা বলে।ঐ দিন রোহান ঘরে ফিরে না আসায় পরিবারের সকল সদস্যের সম্ভাব্য সকল স্হানে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রী দায়ের করে। বুধবার বিকেলে নাপ্পাজা পাড়া বাস টার্মিনাল নারকেল বাগানে পূর্ব দিকে ড্রএনএ অজ্ঞাতনামা একটি ছেলের লাশ পড়ে ছিল।যা উদ্ধার করতে গিয়ে পরিচয় শনাক্ত হয় এটি রোহানের।এ ঘটনায় দায়ের করার মামলার পুলিশ রাহিন আহমদ নামে এক যুবককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে রাহিন জানিয়েছে দক্ষিণ হাজীর পাড়া সড়ক থেকে রোহানকে অপহরণ করে মুক্তিপণের উদ্দেশ্যে বাস টার্মিনাল নারকেল বাগানে নিয়ে যায়। এলাকার লোকজন উক্ত বিষয়ে জানাজানি হয়েছে মনে করে গলাটিপে হত্যা করা হয় রোহানকে।