নিজস্ব প্রতিবেদক :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)’র নতুন চেয়ারম্যান হয়েছেন দি ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। সেইসাথে পিআইবির পরিচালনা পর্ষদ এর সদস্যপদে চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সম্পাদক রশো মাহমুদ ও দৈনিক দেশ বর্তমান পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী।
রোববার মহামান্য রাষ্ট্রপতির পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এদিক
নিজের অসম্ভব প্রিয় তিন বিশিষ্ট সাংবাদিক নেতাকে মুল্যায়ন করার গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখহাসিনা ও সরকারের দায়িত্বশীলদের কাছে কৃতজ্ঞতার পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত উক্ত তিন সাংবাদিক নেতাকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক কক্সবাজারবাণী মিডিয়া গ্রুপের সম্পাদক ও প্রকাশক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।