প্রতিটি যানবাহনে
____এখন কান্নার শব্দ
আশপাশে লাশের গন্ধ।
আগুন সন্ত্রাসীরা নামছেআবার
জ্বালাও পুড়াও…
স্লোগানে মূখর রাজপথ।
শুরু হয়েছে ধ্বংসাত্বক হরতাল।
অনুভব করি সহিংসতায় মৃত লাশের দীর্ঘশ্বাস
পিতা হারা পুলিশের শিশু কন্যার আহাজারি
সাংবাদিক পরিবারের করুন আর্তনাদ।
স্বজন হারাদের বুকফাটা আহাজারি।
নির্যাতিত ফরিদুলদের নীরব কান্না।
সমাজের সভ্যতা এখন সবটুকু ইয়াবা মাফিয়া পতিতা দালাল চাটুকার চাঁদাবাজ রাজাকারে দখলে
ল্যাম্পপোস্ট আর কাঁটাতারে ঝুলে আছে মানবিকতা।
এইদেশে একদিন পদ্মার ঢেউয়ে ফুটত লালপদ্ম
যমুনায় ভাসতো
নাফ নদীতে মাছ ধরতো
বাঙালীর রুপালীরঙা সুখ,
খেটেখাওয়া মানুষের মুখেও ছিল অট্টহাসি
পান খেয়ে ঠোঁট রাঙাত গাঁয়ের পল্লী বঁধুরা।
এইদেশে এখন আর নদীতে জল নেই
কক্সবাজারে পর্যটক নেই
হাঁটুজলে ডুবে আছে বস্তা বস্তা মাদকের কালো টাকা
এখন লোভী, দলবাজদের ভরি ভরি সোনায় ____
চিকচিক করে শ্রমিকের শরীরের ঘাম,
আকাশে বাতাসে বেওয়ারিশ লাশের গন্ধ।
অথচ, একদিন সাতসকালে আলোর ইশারায়
খুলে যেত সবকটা বন্ধ জানালা।
শরতের আকাশে উড়তো সাদা বলাকা
কাশবনে ফুটে থাকতো শুভ্র নারীর অগণিত মুখ
সস্তা মাছ- মাংসের ঝোল রাঁধত
__ গাও গ্রামের ঘরেঘরে।
সময়ঘড়ি এখন প্রতিনিয়ত উল্টো ঘোরে
বেশিরভাগ মানুষ অহংকারী প্রতিহিসুক অসভ্য,
অসৎ, লোভী মানসিক রোগী।
ঘরেঘরে রোগেপড়া মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে
কাগজের পাতায় নিশ্বাসে নিশ্বাসে দখল বেদখল খুন খারাবি মাদকের রামরাজত্ব ও ধর্ষণের সংবাদ
নিভে যাচ্ছে অসংখ্য তরুণ তরুণী ও শিশুদের কচি প্রাণ।
বাড়ি বাড়ি এখন আর সন্ধ্যে প্রদীপ জ্বলে না
কৃত অপকর্মে নিভে গেছে প্রদীপ।
রয়ে গেছে দালালরা।
কেউ কেউ এমপি হতে
নৌকার মনোনয়ন পেতে মরিয়া এখন।
জোস্নায় এখন আলো নেই
আঁধার শুধুই আঁধার চারিদিকে আধার।
হায়রে আমার সোনার বাংলা।
হায়রে বিবেক
হায়রে মনুষ্যত্ব।
– শুভ সকাল