কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে এবার ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইয়াবা গডফাদার নুর হোসেন চেয়ারম্যান।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং গত সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তথা নৌকা মার্কার বিদ্রোহী প্রার্থী। সাবরাং অঞ্চলের ইয়াবা কারবারিদের আশ্রয় প্রশ্রয় দানকারী চিহ্নিত ইয়াবা গডফাদার নূর হোসেন চেয়ারম্যান এবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এর ফলে স্থানীয় সচেতন মহলের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে আওয়ামীলীগ নেতাদের কথা আর কাজে মিল না থাকায় স্থানীয় জনসাধারণের মাঝে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকী আওয়ামীলীগ নেতাদের ইয়াবা বিরোধী বক্তব্য গুলো এক হাস্য রসের সৃষ্টি করছে। যে কারণে ইয়াবা ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে পড়েছে। সরকারের হাজারো চেষ্টার পরও ইয়াবা ব্যবসা কোন অবস্থাতে বন্ধ করা যাচ্ছেনা।
তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুর হোসেনরা যতদিন পর্যন্ত আওয়ামীলীগের স্থানীয় উপজেলা, জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পথ খোলা থাকবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে ইয়াবার আগ্রাসন বন্ধ করা যাবেনা এমন মন্তব্য করতে দেখা গেছে কক্সবাজার আওয়ামীলীগের স্থানীয় ত্যাগী নেতাদের মধ্যে অনেকেই। শুধু তাই নয় যারা বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে পারে তারা কিভাবে আওয়ামিলীগের কেন্দ্রীয় নেতাদের ফুল দিতে পারে? এই প্রশ্ন তৃণমূল আওয়ামীলীগের নিবেদিত নেতাদের।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ছিলেন আওয়ামিলীগ নেতা আলহাজ্ব সোনা আলী। মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন নুর হোসেন। নির্বাচনে নৌকা প্রার্থীর জয় হওয়ার পরও তৎকালীন বিতর্কিত এমপি আবদুর রহমান বদির অপকৌশলে নৌকাকে পরাজিত করা হয়েছিল।