নিজস্ব প্রতিবেদক :
উপজেলা প্রশাসন, মহেষখালী ও কুতুবদিয়ার উদ্যোগে, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও কুতুবদিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ‘হামুন’ এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতঃ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মুহম্মদ শাহীন ইমরান। এতে প্রধান অতিথি হ ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, এমপি, কক্সবাজার-২ (মহেশখালী, কুতুবদিয়া)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) ও এ্যড. ফরিদুল ইসলাম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখা।