আমার এই হৃদয়ের ভালোবাসা
কখনোই মিথ্যা ছিলো না,
যতটুকুই ভালোবাসা দিয়েছি
সবি ছিলো সত্য,
তবে হৃদয়ের নোনাজলে মিশে রবে
আমার ভালোবাসার ইতিহাস,
আমার অন্তরের আলিঙ্গনে হৃদয়ের
বুকের পাজর মেনে নেবো নীরব যন্ত্রণা,
আমার দৃষ্টি সীমানায় তুমি নাইবা থাকো
তবুও মিশে রবে হৃদয়ের অন্তরালে।
আমার অস্তিত্বে মিশে একাকার হয়ে
বুকের পাজরে জমা থাক পুঞ্জিভূত
বেদনাগুলো,
সবার কপালে সুখ সইনা হয়তো বা
কখন যে গোধূলি পেরিয়ে আঁধার নামে
কেউ জানে না কখনোই,
তুমি নাইবা থাকলে, আমার জীবনে
আমি আশ্রয় নেবো ওই মেঘের বুকে
আমি মেঘের বুকেই প্রেমের হাত বাড়িয়ে
ডুবে রবো অবিরত।
যদি কখনো তোমার নিজেকে একা লাগে,
যদি নির্ঝুম রাতে চোখে ঘুম না আসে,
তবে জানালাটা খুলে দিও, ঝিরি ঝিরি
হিমেল বাতাস হয়ে, তোমার কোমল
মুখটি ছুঁয়ে দেবো,
তবুও মনে রেখো, এই হৃদয়ের ভালোবাসা
কখনোই মিথ্যা ছিলো না।