নাজিম উদ্দিন (কুতুবী) পেকুয়া প্রতিনিধি,
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে চারটি অবৈধ করাতকলের মালামাল জব্দ করেছে বনবিভাগ ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারবাকিয়া বাজারে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ ও বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পেকুয়া থানার একদল পুলিশ ও বনরক্ষীরা উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্র জানায়, বারবাকিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলে অভিযান চালিয়ে চারটি করাতকলের মালামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে করাতকলে পরিচালনায় জড়িতরা পালিয়ে যায়।
এব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জব্দ করা মালামাল বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।