• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
ঐতিহ্যবাহী বাঁকখালী নদীতে দখলবাজদের রামরাজত্বকক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেও

আবু ছৈয়দ হত্যা মামলায় গ্রেফতারকৃত ৬ আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর

নাজিম উদ্দিন:পেকুয়া
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩


নাজিম উদ্দিন (কুতুবী) পেকুয়া প্রতিনিধি,


কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সংগঠিত চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলার ছয় আসামীকে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোঃ জাহিদ হোসাইন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মোহাম্মদ ইব্রাহিম জেল হেফাজতে থাকা ছয় আসামীর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বুধবার আদালত শুনানি শেষে আসামীদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামীরা হলেন, মগনামা ইউনিয়নের রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেনের ছেলে গিয়াস উদ্দিন সোনামিয়া (৩২), কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদিন জনু (৩৫), মো. তৈয়ব (২০), আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন গুরাইয়া (২৫) ও কামাল হোসেনের ছেলে মো. আরিফ (২৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, আদালতের নির্দেশে আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর বিকেলে ঘরে ঢুকে কুপিয়ে ও গুলি করে যুবক আবু ছৈয়দকে (৩৮) গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা আবু ছৈয়দের একটি পা কেটে নিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক আবু ছৈয়দ। হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রীসহ চার জন আহত হন। ঘটনার পরদিন নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।


আরো বিভন্ন নিউজ দেখুন