রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একসময় দৈনিক ইত্তেফাকে সাব এডিটর ছিলেন।
তার ভাই জানান, দুদিন ধরে মরদেহ ঘরে পড়ে ছিল। আজাদী সুস্থ ছিলেন। তার মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন।
আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরায় নেয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডিইউজের বহু কর্মসূচিতে তিনি অংশ নিতেন।
হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি দীর্ঘদিন থেকে এই হোটেলে থাকতেন।
তার কাছে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের কার্ড পাওয়া গেছে। এই পরিচয়ে তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিল নিয়মিত পরিশোধ করতেন।