দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো হেলাল উদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কক্সবাজারে যায়যায়দিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সন্ধার পরে মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একই হাসপাতালে ঠিক একই রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন দৈনিক কক্সবাজারবাণী পরিবার।
শুক্রবার সন্ধ্যায় নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা র পরিবারের পক্ষে দেয়া এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজাদীর সাবেক চীফ রির্পোটার,আজাদীর সাবেক কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।