মোঃ ফারুক হোসেন ইমন
কক্সবাজার শহরে হোটেল সী পাল – ১,২ রিসিপশনের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
যুবকের নাম উজ্জ্বল। ২৫ বছরের উজ্জ্বল লাইট হাউজ পাড়া মোজ্জামেল সওদাগরের বড় ছেলে। সে সী পাল ১,২ তে ফ্ল্যাট ব্যবসা করেন। সাইদুর ইসলাম নামে এক যুবক (২২) তাকে ছুরিআঘাত করে। জানা যায় সাইদুল এবং তার পরিবারে সবাই দীর্ঘ দিন ধরে হোটেলে অবৈধ ব্যবসা করেন। ইয়াবা, নারী ব্যবসা, তাছাড়া জানা যায় সরকারী নিষেধাজ্ঞা অনুযায়ী হোটেলে স্কুল ড্রেস পড়ুয়া এক গেস্ট আসে সেখানে বাঁধা দেওয়া তাকে ছুরি আঘাত করা হয়।
এমত অবস্থায় থাকে কক্সবাজার সদর হাসপাতালে নিযে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক বলে চট্টগ্রাম রেফার করে দেন।
ফ্র্যাট ব্যবসায়ীরা বলেন ইতি পূর্বে সাইদুলের পরিবার এই হোটেলের অনেকবার এই ধরনের ঘটনা করেন। ফ্র্যাট ব্যবসায়ীরা বাধাঁ দিতে চাইলে তাদের বিভিন্নভাবে ভয় ভৃতি দেখানো হতো।
এই বিষয় নিয়ে সদর থানার এস আই আলমগীরের সাথে কথা বলা হলে তিনি জানায় আসামীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।
উজ্জ্বলের মা রাজিয়া সুলতানা বলেন, প্রতিদিনের মতো সে হোটেলে আসে সকালে বাসা থেকে বের হয়েছিল, দুপুর ১২:৪৫ এর দিকে খবর পাই আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরি আঘাত করা হয়েছে।