ফরিদুল মোস্তফা খানঃ
জেল ফাঁসি হামলা মামলা গুম খুন যাই হোক আমল যার সহি সেই সমস্ত আলেম ওলামাদের জন্য জীবনের শেষ রক্তবিন্দু উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ।
শুধু বাংলাদেশের আলেম ওলামা নয়,পৃথিবীর সকল আলেম ওলামাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জন্মের পর থেকে।
কষ্ট লাগে কাছ থেকে দেখা এলেম আছে,কিন্তু আমল নেই, আলেম হয়েও জালেমী করে, তাদের বিরুদ্ধে কিছু বলতে হয়,লিখতে হয়,ঘটনার গভীরতা না বুঝে না জেনে, দয়া করে কোন আলেম ওলামা আমার বিরুদ্ধে বিরুপ মন্তব্য করবেননা।
কারগ আমি মুসলিম ধার্মিক, অনেক ধার্মিক।
কিন্তুু অনেকের মতো ধর্মান্ধ নই। তাই মনোমালিন্যটা ওখানেই সৃষ্টি হয়।
একজন সত্যিকার আলেমের পশ্রাবের সমানও কি আমি হব?
বলুন, কেন শুধু শুধু আমাকে ভুল বুঝেন আপনারা।
বিনয়ের সাথে অনুরোধ করব ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশিদের কাছে নিজে ছোট হবেননা।
বাংলাদেশকে ছোট করবেননা।
গনতন্ত্রের মানসকন্যা নিজ দেশের প্রধানমন্ত্রী তার মজলুম পরিবার তথা সরকারের সকল মন্ত্রী সচিব আমলা কামলা কারো সাথে গায়ে পড়ে ঝামেলায় ঝড়িয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেননা।
মনে রাখতে হবে, হুব্বুল ওয়াতনে নিসফি ঈমান।
যে নিজের মাতৃভূমিকে ভালোবাসেনা সে ঈমানদার নয়!.
আমার জানামতে, শেখ হাসিনা ও তার পরিবার যেটুকু আল্লাহর উপর বিশ্বাস করে চলেন, জীবন যাপন করেন। সেই টুকুর অর্ধেক ও এই যুগের কথিত আমল অসুদ্ধ পীর মুফতি মুহাদ্দিস হাজী গাজী শায়েখুল হাদিস বা অন্যরা মানতেন। সেই ভাবে জীবন যাপন করতেন। তারা প্রত্যেকেই এই দেশের প্রধানমন্ত্রী সহ বড় বড় কিছু হয়ে যেতেন।
পৃথিবীর কোন শক্তিই শেখ হাসিনা ও তার সরকার অর্থাৎ আওয়ামী লীগ কে ক্ষমতায় রাখতে পারতোনা।
জানি এখন আপনারা বলবেন,শেখ হাসিনাকে কেউ ক্ষমতায় রাখিনি,অমুক দেশ কিংবা নিজেই পেশী শক্তি দিয়ে ক্ষমতায় টিকে আছেন।
আচ্ছা বলেনতো, ধরে নিলাম আপনাদের বক্তব্য সত্যি।
কিন্তু এটি কি আল্লার হকুম নয়?
অতএব আল্লাহর হকুম মানুন,খামেকা ভেজালে ঝড়াইয়েননা ভাই ও বোনেরা।
বিয়াদবী মাফ করবেন, যদি বেচে থাকি,আল্লাহর হকুম থাকে, সুযোগ হয়,ক্ষমতাপায়,অবশ্যই সহজ সরল নরম মনের অতি আবেগী আলেম ওলামাদের সাথে সরকারের যে মানসিক দুরত্ব সৃষ্টি হয়েছে তা সম্মানজনক সমাধান অত:পর শর্ত স্বাপেক্ষে কারান্তরিন আলেম ওলামাদের মুক্তি, বিদেশ পালিয়ে যাওয়াদের দেশে ফিরিয়ে আনা সহ আপনাদের যৌক্তিক সকল দাবি আদায়ের ব্যাপার সর্বোচ্চ চেষ্টা থাকেবে,করবো ইনশাআল্লাহ।
যদি আপনারা বিশ্বাসী হোন এবং সীমালঙ্ঘন না করেন।
আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতেই পেরেছেন।
নতুন পাগল ভন্ড সরকারের দালাল, টাউট, বাটপার যাই মন্তব্য করেন,করুন এবার।
আমার দুঃখ কিংবা প্রতি উত্তর আপনারা পাবেননা।
কারন সরকার,দেশ মাটি ও মানুষকে আমি যেমন ভালোবাসি,আপনারা আলেম ওলামদেরও আমি তার চেয়ে কম নয়,বরং অনেক বেশি ভালোবাসি।
কিন্তুু আপনারা আমার নেত্রীকে যেমন বুঝেননা,অনুরূপ আমাকেও তেমন বুঝেননা।
অর্থাৎ আমাদের প্রেম শ্রদ্ধা সম্মান ভালোবাসা আপনারা নিতে জানেননা।
আমরাও দিতে জানিনা।
সেটাই আমাদের ব্যর্থতা।
আল্লাহ হাফিজ, বাংলাদেশ চিরজীবী হোক।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু সবাইকে।