• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেওদেশের সাধারন মানুষ সাথে আছে বলেই বিএনপি জনপ্রিয় ও শ্রেষ্ট দল: সাবেক এমপি কাজল

নাফ নদীতে থেকে ধরে নেওয়া- মৎস্যজীবী জেলেদের ফিরে পেতে পরিবারের আহাজারি

মোঃ আশেক উল্লাহ ফারুকীঃ টেকনাফ
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩


মোঃ আশেক উল্লাহ ফারুকীঃ টেকনাফ


মিয়ানমার সীমান্ত রক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদশী ৪ জন মৎস্যজীবী জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে।২১সেপ্টেম্বর দুপুর ১২ টায় এ নাফ নদীতে ঘটনাটি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে রবিউল আলম এর প্রতিকার চেয়ে টেকনাফ ২বর্ডার গার্ড বিজিবি অধিনায়ক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে আবেদন করে উল্লেখ করেন,ঐদিন টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার অন্যান্য দিনের মত সাগরে ফিশিং বোট যোগে নাফ নদী হয়ে সাগরে মাছ আহরণ করার উদ্দেশ্যে রওয়ানা দিলে টেকনাফ পৌর শহরস্থ নাইটংপাড়া পর্যন্ত পৌছলে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়ো হাওয়ার কবলে পড়লে ফিশিং বোট এর মেশিনটি বিকল হয়ে পড়লে ফিশিং বোটটি ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমানা অতিক্রম করে মাংগালা খাল নামক স্থানে চলে গেলে সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)বাংলাদেশী চার মৎসজীবি জেলে সহ মাছধরার ফিশিং বোটটি অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। পরে ধরে নেওয়া জেলে পরিবারের লোকজন খোজাখুজি করে জানতে পারে ধৃত জেলেরা মিয়ানমার ১২ নং রৈংগ্যাধং বিজিপি ক্যাম্পে হেফাজতে রয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকালে মিয়ানমারে বিজিপি ধরে নেওয়া জেলে পরিবার ও আত্মীয়-স্বজন জেলেদের স্বদেশে ফিরে আনার জন্য উপজেলা সংশ্লিষ্ট দপ্তরে অবগত পূর্বক লিখিত আবেদন শেষে এ প্রতিবেদকের সাথে দেখা হলে ওদের পরিবার ও পরিজন কান্না জড়িত কন্ঠে বলেন,ধরে নেওয়া জেলেদের ফিরে পেতে চায়। এ নিয়ে ওদের পরিবার ও পরিজন আহারে ও অনাহারে মানবেতর জীবনযাপন করছে। এ প্রসঙ্গে টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমি শুনেছি এবং লিখিত আবেদন পেলে ব্যবস্থা নিব বলে তিনি অশ্বাস দেন।


আরো বিভন্ন নিউজ দেখুন