• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

পিরোজপুরের সাংবাদিক নির্যাতনকারী সাংঘাতিক ভাল হয়ে যান

সাঈদুর রহমান রিমন:
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


নাহ, পিরোজপুরের সাংবাদিক বন্ধুরা ঘুমোতেই দিলেন না। এতদিন মাঠে ঘাটে খবরের সন্ধানে ছোটাছুটি করেও যারা প্রেসক্লাবের ধারে কাছে ঘেষতে পারতেন না, দাপুটে ক্লাব কর্তারা যাদেরকে ভূয়া সাংবাদিকের তকমা লাগিয়ে দিতেন- মাত্র আট ঘন্টার মধ্যে তারাই দুর্বৃত্ত সাংবাদিকদের স্বরুপ উন্মোচন করে দিয়েছেন।

সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে ‘যে দোকানদার‘ পিরোজপুরের সাংবাদিকতাকে কুলুষিত করেছে, প্রেসক্লাবকে বানিয়েছে টর্চার সেল- তার আদ্যপান্ত এখন আমার হাতে। কিন্তু কারো করে কেটে খাওয়া বন্ধ করা আমার কাজ নয়। তা না হলে হলুদ গেঞ্জির গোগলস পরনের ছবিখানা এতক্ষণ দেশবাসী দেখতে পেতেন।

পিরোজপুরের সাংবাদিক নির্যাতনকারী সাংঘাতিককে সাবধান করে দিচ্ছি- পুরোপুরি ভাল হয়ে যান। পিয়ন পদে চাকরি করা অভাবী বাবার অকর্মা পুত্রধন আপনি। এ জেলা শহরেই আপনি কোটি টাকার রাজপ্রাসাদ বানিয়েছেন কোন্ চেরাগের গুণে- সেসবের ইতিবৃত্ত কিন্তু জানা হয়ে গেছে। ছিলেন খাস বিএনপির মিছিল বয়, ১৮০ ডিগ্রীর ঘূর্ণিপাকে রাতারাতি বনেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। দলবাজির সাংবাদিকতায় শিয়াল কুকুরের মতো বংশ বিস্তার ঘটিয়ে সাংবাদিকদের ঐতিহ্যবাহী ক্লাবটি কুক্ষিগত করেছেন বটে, দায়িত্বশীল টিভি চ্যানেলে আর টিকে থাকতে পারেননি। আরো শুনতে চান?

পিরোজপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তিনটি দোকান ঘর একাই কব্জা করে নিয়েছেন। আপনি মাসোয়ারার চাঁদা তুলতে বেতনভুক্ত দুই কর্মচারী পর্যন্ত রেখেছেন। বেশুমার টাকা পয়সা আর আবডালের সহায় সম্পদের গরমে নানা বেলেল্লাপনায় জড়িয়ে পড়েছেন, বেশিরভাগ সময়ই থাকেন নেশাগ্রস্ত অবস্থায়। অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, জুয়া, জবর দখল, দস্যুবৃত্তি নিয়ে সাংবাদিকরা কেউ নিউজ করলেই তার উপর হামলে পড়েন। কিন্তু সাংবাদিক ইমন নানা কৌশলে কিছু সংবাদ লিখে ফেলতেন, প্রচার করতেন তার টিভি চ্যানেলেও। এ কারণে এর আগেও ইমনকে প্রচন্ড মারধোর করেন, এমনকি তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন।

ভদ্র পরিচ্ছদের দলবাজ সন্ত্রাসীকে বলছি- পিরোজপুরের সব সংবাদের ইজারাদারিত্ব কে দিয়েছে আপনাকে? দেশ এর চ্যানেলটি কি অন্য সাংবাদিকদের কাজে বাধা দেয়াসহ দুর্বৃত্তপনার দায়িত্ব দিয়েছে? আবারও বলছি- পুরোপুরি ভাল হয়ে যান, অন্যথায় বাকি জীবন পস্তাতে হবে। আর সাংবাদিক নির্যাতনের যোগানদার ‘ভান্ডারিয়ার মহারাজ‘ খ্যাত এলজিইডির ঠিকাদার সাহেব- জেনে গেছি আপনাকেও। জাল জালিয়াতির ভাউচারের টাকায় প্রেসক্লাবের বিগ ডোনার হয়েছেন ঠিকই, কিন্তু নিজের আমলনামা চাপা দিবেন কোন্ পথে? ক্লাবের পৃষ্ঠপোষকতায় চেষ্টা চালান দেখি…..

– সাঈদুর রহমান রিম


আরো বিভন্ন নিউজ দেখুন