• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু বৃষ্টি বিপর্যস্ত কক্সবাজার,হোটেল কক্ষে বন্দি পর্যটকরা; পাহাড় ধসে দুই পরিবারের ছয়জনের মৃত্যু এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

ভালোবাসি তোমাকে, কলমেঃ সালমা বেগম

সালমা বেগম:
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

 ভালোবাসি তোমাকে
কলমেঃ সালমা বেগম
**************************
শুধু তোমাকে ভালোবেসে….
কতো রাত কেটেছে একা, অশ্রু ঝরেছে চোখে।
কতোটা কষ্ট পেয়েছি এই নিষ্ঠুর ধরনীর বুকে।
কতো রাত জেগে জেগে খুঁজেছি তোমায়, জোৎস্না ভরা রাতে।
খুঁজেছি কতো স্বপ্নের রাজ্যে
গভীর কল্পনাতে।
পাইনি কোথাও খুঁজে।
কষ্ট গুলো রেখিছি জমা অন্তর আত্মার ভাঁজে।
খুঁজেছি তোমায় শ্রাবণের ধারায়!!
গোধূলি সন্ধ্যা বেলায়।
মেঘেরা উড়ে নীল আকাশে ,
রয়েছো তুমি মেঘের ভেলায় বসে।
কালো মেঘ হঠাৎ যখন!! আকাশ দিলো জুড়ে,
জমানো ব্যাথা কান্না হয়ে বৃষ্টি রুপে ঝরে।
যে আকাশে তুমি চাঁদ হয়ে আলো দিলে ছড়িয়ে ,
তারা হয়ে সে আকাশটা
রেখেছিলাম জড়িয়ে।
অপলকে হারিয়ে যেতাম লক্ষ তারার মাঝে,
নেওনি কভু সেখান থেকে কখনো আমায় খুঁজে।
হাতছানিতে ডাকতো আমায় মেঘের জলরাশি…
বলতাম ওদের খুঁজি তোমায়,
তোমাকেই ভালোবাসি…
কতো রাত অপেক্ষায় কেটেছে, খাবার তুলিনি মুখে ,,
ছটফট করে বিছানায় রয়েছি কষ্ট নিয়ে বুকে,,,
ভোর হয়েছে,সূর্য উঠেছে, আধার গেছে কেটে,
কতো বকুনি বাবা-মায়ের!!
খেয়েছি অকপটে।
শুধু তোমাকে ভালোবেসে।
ক্ষত এ হৃদয়, আমৃত্যু গিয়েছে ফেসে।
এক বুক যন্ত্রণা নিয়ে যখন অসহায়ের মতো আনমনে
তাকিয়ে দেখি,
নির্লজ্জ, বেহায়া, অপায়া লোক মুখে আরো কতো কি শুনতে থাকি ।
উড়িয়ে দিতাম হেসে হেসে,
শুধু তোমাকে ভালোবেসে।
কোথাও বের হলে….
কৈফিয়ত আর কৈফিয়ত,
তোমাকে ভালোবাসি বলে।
কোথায় যাই, কেন যাই, কার সাথে যাই, কখন আসবো ফিরে,
প্রশ্নের পর প্রশ্নে রাখতো সবাই ঘিরে !!
সব উড়িয়ে দিতাম হাসির ছলে,
শুধু তোমাকে ভালোবাসি বলে।
মনের পঞ্জিকায় রক্ত দিয়ে লিখে রেখেছি শুধু:ই তোমার নাম তোমার স্মৃতি,
তোমাকে নিয়ে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি অনুভূতি।
সময়ের বিবর্তনে উল্টে গেছো তুমি।
যেদিকে তাকাই দেখিতে পাই শুধু’ই তুমি!! তুমি !!
প্রতিটি ক্ষণে তোমার স্মৃতি জপে যাই দেহ মনে,
তোমাকেই দেখি চারিদিকে দু’নয়নে আনমনে।
ভালোবাসি শুধুই তোমায় রয়েছো অন্তর জুড়ে !
আসবে না জানি কখনো তুমি
হৃদয় আঙিনায় ফিরে …

রচনা কালঃ ১৫-০৯-২০২৩খৃঃ
স্থানঃ পটুয়াখালী


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার