লিপিকা ইয়াছমিন লাকীঃ
এই সমাজে সাথে তাল মেলাতে আমি আর পারছিনা” চিরকূটে এমন কথা লিখে তরুনের আত্মহত্যা।আমি ব্যর্থ সৈনিক,, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ” চিরকূটে এমন কথা লিখে আত্নহত্যা করেছে এক রাখাইন তরুন।তরুনের নাম ক্য ছে ওয়ান রাখাইন। সেই ছিল কক্সবাজার সিটি কলেজের স্টুডেন্ট।এম এ বর্ষের স্টুডেন। তাঁর বাড়ী চকরিয়া উপজেলা কাহারিয়া ঘোনা রাখাইন পাড়া।
শনিবার রাত ৮ টার পরে কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা পাওয়া যায়। তাঁর সাথে থাকা সহপাঠী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।এই বাসায় তাঁরা ৫ জন ভাড়া থাকতো। কিন্তু আত্নহত্যা সময় একজন ছাড়া বাকী সবাই বাহিরে ছিল। ঠিক কখন আত্নহত্যা করেছে কেউ সঠিক তথ্য দিতে পারতেছেনা।
বাসায় থাকা সহপাঠী জানায় তাঁর কক্ষে ঢুকার পর এই চিরকুট টি পাওয়া যায়।যেখানে তাঁর মানসিক ডিপ্রেশনের কথা উল্লেখ করে লিখেছে,,আমি ডিপ্রেশনে কারন কাউকে বলতে পারছিনা। চিরকুট সবশেষে লিখেছে, তাঁর পরিবার যেনো কাউকে এই ঘটনায় দায়ী না করে ।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবং ময়নাতদন্তে সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।