• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
রামুতে সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালাকঠোরহস্তে মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীর ভবিষ্যত অন্ধকার, মাদকাসক্তির কারণ ও প্রতিকারকক্সবাজার জেলা শাখার হকি প্লেয়ার্স এসোসিয়েশনের কমিটি গঠন।কক্সবাজারে খুলনার কাউন্সিলর টিপু হত্যা নারীসহ আটক ৩, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারচকরিয়ায় গণডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ডাকাত আটক ৪মহানবীর সামাজিক ও রাজনৈতিক প্রজ্ঞাচকরিয়া বদরখালীতে চলাচল পথ দখলে ব্যর্থ হয়ে নিরীহ পরিবার সদস্যদের মামলায় জড়িয়ে হয়রানি প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভচকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে ডাকাতের গুলিবর্ষণ গুলিবিদ্ধ ১,অস্ত্রসহ আটক ৪কলেরার প্রকোপ কমাতে দেওয়া হচ্ছে সাড়ে ১৩ লাখ টিকাকক্সবাজার সিটি কলেজের রূপকার অধ্যক্ষ ক্যাথিং অং

আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

অনলাইন ডেস্কঃ
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্র প্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।
তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিনদিন ব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট – আসিয়ান- এর ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদো (জোকোই) এর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় তাঁর পাঁচদিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন।
সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।
আগামীকাল সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছ’টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন