• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

পেকুয়ায় ইয়াবাসহ আটক চার যুবক কারাগারে

নাজিম উদ্দিন:পেকুয়া
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩


মোঃ নাজিম উদ্দিন (কুতুবী) পেকুয়া প্রতিনিধি,


কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক চার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার সদরের ইসলামী ব্যাংকের পূর্বপাশে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নয় শত ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, পেকুয়া উপজেলা টৈটং ইউনিয়নের রামিজ পাড়া (ঢালারমুখ) এলাকার বদি আহমদের ছেলে মোঃ সোহেল (২৭), মগনামা ইউনিয়নের কুমপাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে আব্দুর রহিম (২৬), মগনামা ইউনিয়নের দারিয়াখালী এলাকার মৃত্যু আব্দু শুক্কুরের ছেলে বদি আলম (২৭) ও মগনামা ইউনিয়নের কুমপড়া এলাকার আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একদল চৌকস পুলিশ পেকুয়া সদর ইউনিয়নের ইসলামি ব্যাংকের পূর্বপার্শ্বে জে.কে এন্টারপ্রাইজ নামক ব্যাটারির দোকানের সামনের রাস্তা থেকে ৯৭৫ পিস ইয়াবা নিয়ে তাদের আটক করা হয়। পরে পেকুয়া থানায় এসআই ইব্রাহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, পুলিশের দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন