মোঃ নাজিম উদ্দিন (কুতুবী) পেকুয়া প্রতিনিধি,
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক চার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার সদরের ইসলামী ব্যাংকের পূর্বপাশে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নয় শত ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পেকুয়া উপজেলা টৈটং ইউনিয়নের রামিজ পাড়া (ঢালারমুখ) এলাকার বদি আহমদের ছেলে মোঃ সোহেল (২৭), মগনামা ইউনিয়নের কুমপাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে আব্দুর রহিম (২৬), মগনামা ইউনিয়নের দারিয়াখালী এলাকার মৃত্যু আব্দু শুক্কুরের ছেলে বদি আলম (২৭) ও মগনামা ইউনিয়নের কুমপড়া এলাকার আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একদল চৌকস পুলিশ পেকুয়া সদর ইউনিয়নের ইসলামি ব্যাংকের পূর্বপার্শ্বে জে.কে এন্টারপ্রাইজ নামক ব্যাটারির দোকানের সামনের রাস্তা থেকে ৯৭৫ পিস ইয়াবা নিয়ে তাদের আটক করা হয়। পরে পেকুয়া থানায় এসআই ইব্রাহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, পুলিশের দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।