কারগারে প্রবেশের সময় ইয়াবা নিয়ে আটক হয়েছেন কারারক্ষী।
সোমবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এর ভেতর প্রবেশকালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ মতিউর রহমান নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
আটক কারারক্ষী মো. মতিউর রহমান ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে। এক পর্যায়ে তার পায়ের মোজা থেকে একটি পুটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
সীমান্ত এলাকা টেকনাফ হয়ে এসব ইয়াবা সারাদেশে ছড়িয়ে পড়ে। এসব ইয়াবার বড় বড় চালান নাফ নদী পার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।