• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

রামুতে সোহেল সরওয়ার কাজলের সর্বদলীয় সভা সুপার ফ্লপ!

বার্তা পরিবেশক:
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩


বার্তা পরিবেশক


রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের ডাকা সর্বদলীয় মতবিনিময় সভা মানুষের উপস্থিতি অপ্রতুল হওয়ায় তড়িগড়ি করে শেষ করতে হয়েছে। একারণে উপজেলা পরিষদের ২ জন ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অন্তত ৩০ জন বক্তা বক্তব্য দেয়ার সুযোগ পাননি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বদলীয় নেতাকর্মী, ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহনে রবিবার, ১০ সেপ্টেম্বর রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করেন- সোহেল সরওয়ার কাজল। সুসজ্জিত প্যান্ডেলে ৮ শতাধিক চেয়ার দেয়া হয়। এতে শুরুতে উৎসুখ মানুষের উপস্থিতি থাকলেও সভা শুরুর পরপরই উপস্থিত এসব লোকজন সভাস্থল ত্যাগ করতে থাকে।

সভার শুরুতে সূচনা বক্তব্যে সোহেল সরওয়ার কাজল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পেলে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দেন। কিন্তু এ ঘোষনার পরপরই সভায় আগত জনতা চেয়ার থেকে উঠে সভাস্থল ত্যাগ করতে শুরু করে।

সমাবেশে আসা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানান- মাসখানেক ধরে এ সমাবেশ নিয়ে প্রচার-প্রচারনা চালানো সত্তে¡ও লোকসমাগম উল্লেখযোগ্য হয়নি। এতে সোহেল সরওয়ার কাজলের কাছের নেতাকর্মীরা চরমভাবে হতাশ। যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়া সত্তে¡ও সমাবেশে হাজার খানেক লোকজন আনতে পারেননি, তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা দেয়াটা একেবারেই হাস্যকর।

তারা আরও জানান- প্রতিবার জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেই এ আসনের জনপ্রিয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন ঠেকাতে দলের কিছু কূচক্রী মহল উঠে-পড়ে লাগে। এরই অংশ হিসেবে সোহেল সরওয়ার কাজলও এ সমাবেশের মাধ্যমে এমপি কমলের বিরুদ্ধে শোডাউন করতে গিয়ে উল্টো সুপার ফ্লপ হলেন।


আরো বিভন্ন নিউজ দেখুন