এক হাতে তজবীহ্ , অন্য হাতে অ”স্ত্র !!
” কন্সটেবল লায়েক ভাই সরকারি ডিউটির পাশাপাশি যতক্ষণ উনি জেগে থাকেন ততক্ষণ তার হাতে তসবীহ্ থাকে। অবসর সময়ে বসে থাকেন, দাড়িয়ে থাকেন বা যে অবস্থাতেই থাকেন না কেন চেষ্টা করেন আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য।
লায়েক ভাই এবার হজ্জ করে আসছেন। ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ভাইয়ের সুস্থ্যতা কামনা করি। “কনস্টেবল লায়েক” ভাইটির জন্য অনেক অনেক শুভ কামনা ও শ্রদ্ধা।