মোহাম্মদ ফয়সাল :
ব্যাপক পাঠক চাহিদা থাকায় কক্সবাজার থেকে প্রকাশিত মাত্র ৪ পৃষ্ঠার দৈনিক কক্সবাজারবানীতে সব সংবাদ প্রকাশ করা যাচ্ছে না। স্থানীয় পত্রিকা হওয়ায় আপাতত পৃষ্ঠা বাড়ানোও সম্ভব নই।কাজেই আপনাদের প্রিয় দৈনিক কক্সবাজারবানীএখন যেভাবে প্রকাশিত হচ্ছে, হোক সমস্যা নাই।আমরা বন্দর নগরী চট্টগ্রাম ,ঢাকা সহ সারাদেশে স্বাধীনতার স্বপক্ষীয় দৈনিক কক্সবাজারবানী অঞ্চল ভিত্তিক সংস্করণের সিদ্ধান্ত নিয়েছি।একারণে আমাদের ওয়েবসাইট যেমন তেমন পত্রিকা ছাপানোর জন্য একজন করে আবাসিক সম্পাদক জরুরি নিয়োগ করা হবে।
তিনি তার এলাকায় অফিস নিয়ে দৈনিক কক্সবাজারবানী সংস্করণ,সাংবাদিক নিয়োগ এবং বাজারজাত করবেন।এক্ষত্রে দৈনিক কক্সবাজারবানী নতুন করে ডিক্লারেশন নেওয়ার দরকার নেই।তবে বিষয়টি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্টেট কে লিখিতভাবে অবহিত করার ১৯৭৩ সনের ছাপাখানা প্রকাশনা ও ডিক্লারেশন রেজিষ্ট্রেশন আইনের যে নিয়ম আছে তা সম্পাদক ও প্রকাশক হিসেবে আমি নিজেই যথাযথ পালন করব ইনশাআল্লাহ।
তবে সংস্করণের আবাসিক সম্পাদক যিনি হবেন তাকে অবশ্যই পেশাদার সাংবাদিক এবং স্বাধীনতার স্বপক্ষীয় নির্ভীক সৎ আদর্শ নীতি পরায়ন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পন্য নম্র ভদ্র বিনয়ী মার্জিত ব্যাবহারের অধিকারী হইতে হবে।
বিস্তারি জানার জন্য প্রয়োজনে আলাপ করুন..
০১৭২৭৭৯৬০৭৯