• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

ককসবাজারের নতুন থানা ঈদগাঁও, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারবানী
আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, ককসবাজার

কক্সবাজার জেলায় ঈদগাঁও থানা নামে নতুন একটি থানার কার্যক্রম আজ শুরু হয়েছে। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে থানা প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, ঈদগাঁও থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম ও দ্বিতীয় কর্মকর্তা এস, আই শাহিন।
নতুন এ থানাটি দেশের ৬৫১ নং পুলিশিং থানা এবং জেলার নবম তম থানা। পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে এ থানার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউনিয়ন গুলো হচ্ছে ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ, ইসলামপুর ও পোকখালী। ২০১৯ সালে ১৯ অক্টোবর প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদনের পর এর গেজেট প্রকাশ করা হয। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কার্নিজ ফাতেমা আহমদ, পুলিশের চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেন, কউক চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার সুইটি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরুয়ার কাবেরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, ঈদগাঁও চেয়ারম্যান সৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুর সিদ্দিক, ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ডাক্তার শামসুল হুদা চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী হুমুসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এক্সাম প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হাইওয়ে মহাসড়ক সংলগ্ন শাহ ফকির বাজার এলাকায় একটি ভবনে থানার কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে পৌঁছুলে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।


আরো বিভন্ন নিউজ দেখুন