• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

নিখোঁজের ৬ দিন পর উদ্ধার আরমানের লাশ

ঈদগাঁও প্রতিনিধি :
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ঈদগাঁও প্রতিনিধি


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ টায় কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকায় ঈদগাঁওর খালের ময়লার নীচ থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

উপজেলার ইসলামাবাদ গজালিয়া রাজঘাট অঞ্চল সংলগ্ন ঈদগাঁও বুধবার (২সেপ্টেম্বর ) সন্ধ্যার পর নিখোঁজ হয়। নিহত আরমান (২৫) উপজেলার ঈদগাঁও ইউনিয়ন মেহের ঘোনা ৪নম্বার ওয়ার্ড ছাবের আহমেদ ছেলে।

অভিযানে নেতৃত্বে দেয়া সাবেক ঈদগাঁও ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজি ও আবু তৈয়ব জানান,খালের ওই জায়গায় প্রায় তিন ফুট পানি রয়েছে। সকালে থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। এসময় আমাদের নাকে মুখে খুব দুর্গন্ধ লাগে।পরে আমরা এই স্থানে খোঁজাখুঁজি করলে, আমাদের পায়ের মধ্যে কি যেন একটা লেগেছে এমন অনুভব করি। এতে আমাদের সন্দেহ হয়। পরে ওখানে আবার তল্লাশি চালাই। একপর্যায়ে আরমানের লাশ আমাদের হাতে লাগে। আমরা লাশটি ময়লার নিচ থেকে বের করে ওপরে নিয়ে আসি।

নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূর থেকে লাশটি পাওয়া যায়। পরে ঈদগাঁও থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে । এরপর
ঈদগাঁও মেহেরঘোন এলাকায় নিহত আরমানের বাড়ির গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে মেহের ঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে জানাজায় নামাজ আদায় করে তাকে দাফনের কাজ শেষ করা হয়।

নিখোঁজ আরমানের লাশ উদ্ধারের সংবাদ শুনে তাকে একনজর দেখতে কক্সবাজার, রামু,ঈদগাঁও, খুটাখালী, ইদগড়সহ এলাকার হাজারও নারীপুরুষ ভিড় করে। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন


আরো বিভন্ন নিউজ দেখুন