• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

টেকনাফ উপজেলা যুবদলকে অবাঞ্চিত ঘোষণা করে ছিদ্দিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কক্সবাজারবানী
আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ শফি, টেকনাফ:
সদ্য ঘোষিত কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ছিদ্দিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হই । বুধবার বিকাল ৩ টায় টেকনাফ পৌর শহর এলাকায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে বিএনপির অস্থায়াী কর্যালয়ে এসে প্রতিবাদ করে পদ বঞ্চিত রা।

এ সময় ছিদ্দিকের নেতৃত্বে শতশত যুবদলের নেতা কর্মীরদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সভা অনুষ্টিত হই।

পরে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ঠিম সমন্বয় না করে একচেটিয়া আহবায়াক কমিটি ঘোষণা যা দলের জন্য খুবই ক্ষতিকর।

তারা আরো বলেন অধিকাংশ পদে যারা দায়িত্বে তারা বিএনপির মূল দায়িত্ব আছে। এক ব্যক্তির একাদিক পদ রয়েছে এবং তাদের বিরুদ্ধে মরণ নেশা ইয়াবাসহ বিভিন্ন মাদক মামলার পালাতক আসামি। বিগত দিনে যারা সভাপতি/সম্পাদক তারা নতুন কমিটির আহবায়ক /সদস্য সচিব। রাজপতে দেখা মিলে না তারা কমিটির মূল দায়িত্বে।

উল্লেখ্য যে যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে উদ্দেশ্যে যুবদলকে গতিশীল ও সক্রিয় ভাবে গঠন এবং আন্দোলন মুখী যুবদল গঠন করার জন্য সারাদেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিভাগের টিম গঠন করে পাঠিয়ে ছিলেন এ কমিটি গঠনে তার কোনো প্রতিফলন ও সমন্বয় ঘটে নাই। পক্ষান্তরে তৃণমূল দলের মধ্যে বিরাট বিভাজন সৃষ্টি করে দিয়েছে। দীর্ঘদিন ১ যোগের অধিকসময় দরে আওয়ামী সরকারের মামলা হামলার শিকার ও কারা নির্যাতিত রাজপথে আন্দোলন সময়ে যারা ছিল এবং তাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করে। জানুয়ারি ১৭ তারিখ রবিবার ২০২১ইং কেন্দ্রীয় সংসদ দপ্তর থেকে প্রকাশিত কমিটি ঘোষিত কমিটির ১।আহ্বায়ক কাইয়ুম একজন পুরাতন রোহিঙ্গা।
২।সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী , একজন টেকনাফ উপজেলা বিএনপির একাধিক পদে, ক)কক্সবাজার জেলা বিএনপির সদস্য, খ) হোয়াক্যং ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপির বর্তমান সভাপতি, গ) উপজেলা বিএনপির সহ-সভাপতি। ৩।সিনিয়র যুগ্ন অাহবায়ক জলাল উদ্দিন মাদক মামলার পালাতক আসামি ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ।৪। যুগ্ন অাহবায়ক গিয়াস উদ্দিন, মাদক মামলার আসামি এবং টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক। ৫।যুগ্ন অাহবায়ক নুরুল হুদা টেকনাফ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক। ৬।যুগ্ন অাহবায়ক এইস এম ফরুক শরীফ টেকনাফ উপজেলা বিএনপির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক।৭। যুগ্ন অাহবায়ক আলী হায়দার আওয়ামী পরিবারের সন্তান।

পরে তারা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি /সাধারণ সম্পাদকের হস্তেপেক কামনা করেন টেকনাফ উপজেলা যুবদলের ঘোষিত আহবায়ক কমিটি পুনঃগঠনের আবেদন করে ।


আরো বিভন্ন নিউজ দেখুন