মো: নাজিম উদ্দিন: পেকুয়া
পেকুয়া সদর মাতবর পাড়ার বাসিন্দা নাসির উদ্দিন। পেকুয়া বাজারে সাড়ে ৭হাজার টাকা বেতনে একটি ক্রোকারিজ দোকানে চাকরি করতো। বাড়িতে স্ত্রী ছাড়া কলেজ পড়ুয়া এক কন্যা সন্তান নিয়ে সংসার চলছিল।
ভাগ্যের নির্মম পরিহাস মহান আল্লাহর হুকুমে গত কিছুদিন আগে ভয়াবহ বন্যায় বাড়িতে পানি উঠলে সেই পানির সাথে একটি বিষাক্ত সাপ বাড়িতে অবস্থান নেয়। সেই সাপের কামড়ে মৃত্যু বরণ করেন নাসির উদ্দিন।
জন্ম-মৃত্যু মহান আল্লাহর হুকুমে হয়। স্বামীর মৃত্যুর পর স্ত্রী জরিনা বেগম একমাত্র কন্যা সন্তানকে নিয়ে খুব অসহায় অবস্থায় দিন যাপন করছেন। স্বামীর রেখে যাওয়া প্রায় ৪লাখ টাকার ঋণ পরিশোধ ও মেয়ের লেখাপড়ার খরচ চালাতে না পেরে চোঁখের পানি ফেলা ছাড়া আর কোন উপায় নাই তার। শহীদ জিয়াউর রহমান কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন তার মেয়ের লেখাপড়ার খরচ যেন ফ্রি করার ব্যবস্থা করেন।
অসহায় জরিনার পরিবারে নিজে অল্প সহযোগিতা করতে গিয়ে তার কান্নায় নিজেকে খুব অসহায় লেগেছে।
আশা করছি সকলের আর্থিক সহযোগিতায় অসহায় পরিবারটি গৃহকর্তা হারিয়েও নিজের সম্বল খুঁজে পাবে।
আর্থিক সহায়তায় এগিয়ে আসুন
অসহায় পরিবারের যোগাযোগ নাম্বার
(০১৮৭১৭২১৪৭২)(বিকাশ+নগদ)(০১৮১৫-৩৩৫১৬৭)