এম নুরুল আমিন টিপু,চকরিয়া :
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার ফাইতং রোড়ে নবী হোছাইনের পৈতৃক সম্পত্তিতে অবৈধভাবে জবরদখল করে দোকান ঘর নির্মাণ করছে ভূমিদস্যুরা । এতে বাধা দেয়ায় অসহায় নবী হোছাইনকে হত্যার হুমকি দিয়েছে। ঘটনায় অসহায় ভিকটিম চকরিয়া থানা ও বরইতলী ইউনিয়ন পরিষদে আপন দুই ভাই আবদুল জলিল ও মো: আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানান অসহায় নবী হোছাইন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাযায়, আসামী আব্দুল জলিল ও মো: আলম গংরা একাধিকবার হামলা ও লুটপাট করে আসছে, তারা অসহায় নবী হোছাইনের সম্পত্তি কেড়ে নিতে বিভিন্ন দল সংগঠিত করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এই সন্ত্রাসীবাহিনীরা স্থানীয় সালিশ-বিচার কিছুই মানে না, এমতাবস্থায় ভিকটিম বিভিন্ন দপ্তরে মামলা ও অভিযোগ করেও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে পারছে না।