• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্নযুগ্ম সচিব হলেন কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়াহাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণএপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ারাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সুপারিশকারাহাসপাতাল এখন ইয়াবা ব্যবসায়ীদের অবকাশ কেন্দ্র, ক্যান্টিনে গলাকাটা বানিজ্যচট্টগ্রামের ভাষায় প্রধান উপদেষ্টার ভাষণে উচ্ছ্বসিত রোহিঙ্গারা ঘরে ফেরার স্বপ্নে বিভোরপ্রানঢাল অভিনন্দন ও শুভেচ্ছাপেকুয়ায় ব্যবসায়ীকে হামলার প্রতিবাদে মানববন্ধন

সিএমপি চার থানায় নতুন ওসি

মোহাম্মদ ফয়সাল:
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সই করা এক আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্পিনা রানী প্রামাণিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বদলি আদেশে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার ওসি শাখাওয়াত হোসেনকে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে বদলি করা হয়। তার স্থলে নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে পদায়ন করা হয়। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করা হয়। তার স্থলে হালিশহর থানার ওসি জহির উদ্দিনকে পদায়ন করা হয়।

অন্যদিকে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়সার হামিদকে হালিশহর থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ইপিজেড থানার ওসি আবদুল করিমকে সিটিএসবিতে বদলি করা হয়। তার স্থলে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইনকে পদায়ন করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন্স) আরমান হোসেনকে একই থানার পরিদর্শক (তদন্ত), সিটিএসবির পরিদর্শক মো. নুরুল বাশারকে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন্স) করা হয়।

অপরাধ শাখার পরিদর্শক মো. আল মামুনকে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) এবং গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের পরিদর্শক শহিদুর রহমানেক বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়।


আরো বিভন্ন নিউজ দেখুন