এম নুরুল আমিন টিপু, চকরিয়া :
কক্সবাজার জেলার চকরিয়া পৌর বাস কাউন্টার মালিক সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । ৩০শে আগষ্ট (বুধবার) সকাল ১০টায় চকরিয়া পৌরসভার অভিজাত রেস্টুরেন্ট সাম্পানে অনুষ্ঠিত হয় । এর পূর্বে সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভায় নির্বাচন করার সিদ্ধান্ত হয়, এতে উপস্থিত তাৎক্ষণিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক সফল সভাপতি নবাব মিয়া কোম্পানি পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক মো: নোমান,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয় হারুনুর রশিদ। সহ সভাপতি হামিদুর রহমান ,সহ সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম, সহ অর্থ সম্পাদক আজিজুর রহমান।
। ২১ সদস্য নিয়ে গঠিত সমিতির নির্বাচনে ১৭জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে, বাকি ৪জন সদস্য অনুপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি নবাব মিয়া কোম্পানি বলে,সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সরকারিভাবে রেজিস্ট্রার করার প্রয়াস থাকবে। তিনি আরো বলেন,চকরিয়া উপজেলার একটি সুশৃঙ্খল সমবায় সমিতিতে পরিণত করা হবে, বিশেষ করে যাত্রী হয়রানি বন্ধে সর্বোচ্চ চেষ্টা থাকবে ।