কে এইচ মহসিনঃ-
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গম এলাকায় ৩য় শ্রেণিতে পড়ুয়াএক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার চারদিন পর নয় বছর বয়সী ওই উপজাতি শিশুর মা মঙ্গলবার বিকালে বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলাইক্ষা চাকমা পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (২২)।
লামা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেন।
ধর্ষিত শিশুটি গজালিয়ার পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার সকালে ধর্ষিতার মা লামার সরই কোয়ান্টাম ফাউণ্ডেশনে যান। বেলা ১১টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে একই পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে এই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর এতে নয় বছরের এই শিশুর অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
লামা থানার ওসি মোঃ শামীম শেখ বলেন, ঘটনাটি জানার পর পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবশেষে জোতিময় চাকমাকে লামা থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।