মহেশখালী জেটিঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে নাগরিক আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন
এম.মোজাম্মেল হক:-
——————
মহেশখালী জেটিঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মহেশখালী নাগরিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় ও সমন্বয়ক এস এম রুবেলের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক জাহিদ সরওয়ার, মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য সাইফুল ইসলাম সাইফ, সাজ্জাদ মোহাম্মদ নাসিম, ইরফান বাহার, নুরুল আবছার, আমির হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
বক্তারা নৌপথে লাইফজ্যাকেট ব্যবহার নিশ্চিত করা, ভাড়া ও মালামালের উপর অতিরিক্ত টোল আদায়সহ রোগী পরিবহণে হয়রানি বন্ধ করা, যাত্রীদের সুবিধার জন্য পন্টুন স্থাপন করা, ফিটনেসবিহীন বোট অপসারণ করে নতুন বোট নামানো, মোহনায় রেস্কিউ বোট স্থাপন, ঝুঁকিপূর্ণ ঘাট সংস্কার করা, টিকিট কাউন্টার স্থাপন করে সি.সি. ক্যামেরার আওতায় আনাসহ মোট ২০টি দাবি উত্থাপন করেন।
এসময় এক মাসের মধ্যে ঘাটের অনিয়ম বন্ধে যৌক্তিক দারি পূ্রণ না হলে আরও জোরালো আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।