অবকাশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পরিচালনায় বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে ভ্যাকেশন জজ মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত প্রধান বিচারপতির সই করা আদেশ রোববার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে পয়লা সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এসময় আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে ভ্যাকেশন জজ মনোনীত করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩, ৫, ১১, ১৩, ১৮, ২০, ২৫, ২৭ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে অবকাশকালীন বিচারক হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন