সমুদ্র কন্যা কক্সবাজারের শহরের পুপপাত যেন ব্যবসাযীদের ব্যবসার আবাস স্থলে পরিনত হয়েছে,।
প্রতিনিয়ত সরকারের বিভিন্ন মহলের বাধা দেওয়ার পরে ও তারা সরকারের আইনকে তোয়াক্কা না করে সরকারী পুটপাতে বিভিন্ন মালামার রেখে পথচারীদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে,
শহরের অনেক পথ চারির নিয়মিত, অভিযোগ এখানে শহরের রাস্তা ছোট সেখানে ব্যবসাযীরা নিজ স্বার্থকে বড় করে পথচারীর হাটার উপর এ ভাবে পুরো মাস রাস্তার উপর রড সিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন মালামাল রেখে পথ চারিদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসাযিরা।
এমন একজন নাম প্রকাশ না করা কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকায় সৈকত টাওয়ারের বিপরীতে (দক্ষিণে)রড সিমেন্টের দোকান
অনেক পথ চারিরা অভিযোগ করছে
প্রতিনিয়ত এ ব্যবসায়ি বড় বড় ট্রাক ভর্তি রড সিমেন্ট এনে সকাল দশ এগার সময় যে সময় মানুষ নিজ নিজ কাজে ফিরে সে সময়টা কত যে জ্যাম হয় রাস্তায়, তার চাইতেও বেশি কষ্ট হয় সে রড সিমেন্টের দোকানের পাশ হাটা যাওয়া করাতো যাযনা, পুরো হাটার রাস্তা প্রতিদিন তিন, চার ঘন্টা পর্যন্ত হাটার পুটপাতন ব্লক করে পথ চারীদের দুর্ভোগের সীমা থাকেনা।
তাই শহরের সম্মান রক্ষার্থে বিভিন্ন পেশা জীবি, সরকারী কর্মচারীদের দুর্ভোগ থেকে রেহাই পেতে কক্সবাজার শহরের নেতৃত্বদানকারী সরকারের বিবিন্ন মহরের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছে
শীগ্রই এসব ব্যবসাযীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাটার রাস্তা প্রশস্ত করার দাবী বিভিন্ন মহলের।