কে এইচ মহসিন বান্দরবানঃ
ঢাকার গাজীপুর থেকে বান্দরবানে ঘুরতে আসে মারুফ নামে এক পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ ও রাত্রি যাপনের জন্য নীলাচল পর্যটন কেন্দ্রে অবস্থিত নীলাম্বরী রিসোর্ট এ রুম বুকিং করে মারুফ।
পরদিন সকালে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং এন্ড থ্রীল দোলনার সামনে প্রায় ৩শ/৪শ ফুট নীচে খাদ থেকে ঐ পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভিকটিকের মূখ হতে বিষ মিশ্রিত ফেনা বের হচ্ছে। ধারনা করা যাচ্ছে, ভিকটিম বিষ খেয়ে দোলনার প্লাট-ফর্ম হতে নীচে লাফ দিয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
চিরকুটে লিখা ছিল- আমার লাশ যদি পাওয়া যায় তাহলে আমাকে বান্দরবানে দাফন করবেন এবং আমার মোবাইল বিক্রি করে কাফন এর কাপড় কিনবে।
তাই প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ তদন্ত চলছে।