• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
ঐতিহ্যবাহী বাঁকখালী নদীতে দখলবাজদের রামরাজত্বকক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেও

শিশুদেরকে খেলাধুলার প্রতি আসক্ত করায় প্রশংসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

লেখাপড়ার পাশাপাশি শিশুদের ফুটবল আসক্ত করায় প্রশংসিত হলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক।

এম নুরুল আমিন টিপু,চকরিয়াঃ

২৬ই আগষ্ট শনিবার বিকাল ৪টায় চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে কাকারা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফুটবলার শওকত ওসমান মানিক এর সার্বিক পরিচালনা ও তত্বাবধানে একাডেমি গঠিত হয়,সমাজ কে মাদকমুক্ত করতে এমহৎ উদ্যোগ হাতে নিয়েছে,এবিষয়ে
বিশিষ্ট ক্রীড়া ও রাজনীতিবিদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত ওসমান মানিক জানান,
শাহ উমরাবাদ একাডেমিতে প্রতিদিনের ন্যায় ফুটবল প্যাক্টিস দেওয়া হয়,আগত প্যাক্টিসারদের ফুটবল খেলায় ব্যবহারের সকল সরঞ্জাম দেওয়া হয়।প্যাক্টিসে পায়ে বুট,মুজা,জার্সি,নাস্তা সহ সকল ধরনের সুবিধা দিয়ে কোমলমতি শিশুদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও ফুটবল আসক্ত করতে অবিরত পরিশ্রম করে যাচ্ছে সাবেক ফুটবলার শওকত ওসমান মানিক।তিনি আরো বলেন খেলার মাঠটি সংস্কারের জন্য স্হানীয় জনপ্রতিনিধি সহ মাননীয় সাংসদ জাফর আলম এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী মহোদয় কে অবহিত করেছি,দ্রুত সময়ে সংস্কার কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন,গতকাল আমার প্রদত্ত চার আনা ওজনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক সুন্দর মনোরম পরিবেশে খেলা উপভোগ করেছে,এনিয়ে সকল স্তরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের নিকট প্রশংসিত হওয়ায় নিজেকেই ধন্য এবং সফল মনে করেন ফুটবলার মানিক।তিনি সকলের নিকট একাডেমির জন্য দোয়া চেয়েছেন।#


আরো বিভন্ন নিউজ দেখুন