• শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাও প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বিকেলে ঈদগাঁও বাজারে এ সভার আয়োজন করা হয়। ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর বাঙালি, সাংবাদিক এম, শফিউল আলম আজাদ ও আজিজুর রহমান রাজু।
সভায় অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের ঈদগাঁও সফর সফল করার বিষয়ে আলোকপাত হয়েছে।

এতে চলতি বছরের অবশিষ্ট সময়ের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ, পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ চূড়ান্তকরণ, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট নানা শ্রেণী পেশার গণমানুষের সাথে যোগসূত্র স্থাপনের কৌশল নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম, ছরওয়ার সিফা, নাছির উদ্দিন পিন্টু, মোজাম্মেল হক, ওসমান গনি ইলি, হাফেজ বজলুর রহমান, নুরুল আজিম মিন্টু, শহীদুর রহমান রাফিসহ অন্যান্যরা।

বক্তারা নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ঈদগাঁওতে প্রথমবার ঘোষিত এ অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত ঈদগাঁও উপজেলায় অনলাইন প্রেস ক্লাবের কমিটি অনুমোদন ও ঘোষণা দেয়ায় কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও অনলাইন নিউজ পোর্টাল ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আরো বিভন্ন নিউজ দেখুন