হাছিনা মোস্তফা খান :
শনিবার রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০টি গরু ও ছাগল নিয়ে কক্সবাজার সদর রামু আসনের মানবিক এবং জনপ্রিয় এমপি সাইমুম সারওয়ার কমলের বিশাল মেজবান শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এমপি কমল বলেছেন, প্রতি বছরের ন্যায় এই বছরও তিনি শোকের মাসে জাতীর জনকের বিদেহী আত্মার মাগফেরাত ও ইছালে সওয়াবের জন্য এই আয়োজন করেছেন।
এতে প্রায় লক্ষাধিক মানুষ খেতে পারবেন ইনশাআল্লাহ।
এমপি কমলের এমন আয়োজনে তুষ্ট কক্সবাজার সদরও রামু আসনের অগনিত নেতাকর্মী দৈনিক কক্সবাজারবাণীকে জানান স্বাধীনতার পর থেকে কমলের মতো এমন পরোপকারী এবং মানুষের জন্য নিবেদিত এমপি তারা আগে দেখেননি।
দুর্যোগে প্লাবনে মানুষের বিপদাপদে সবার আগে ছুটেন এমপি কমল।
তিনি শুধু তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে দান অনুদান সীমাবদ্ধ রাখেননা, মানুষ যেখানকার হোক সব বিপদে সবার আগেই মানবসেবায় ঝাপিয়ে পড়েন কক্সবাজারের তুখোড় মেধাবী জনপ্রিয় এই সাংসদ।