ফরিদুল মোস্তফা খান :
আন্তর্জাতিক গ্যারান্তি সহকারে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠিয়ে আমাদের বুঝামুক্ত করা হোক।
তাদের কারণে আমরা আজ অসহায়।
তবে একথা সত্যি নিজ দেশে পরবাসী রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অনেক অপরাধ হয়েছে।
আমার প্রানপ্রিয় নাফনদীর বিশাল জলরাশি যদি কথা বলতে পারত কতপ্রান এখানেই সমাপ্তি হয়েছে বলেই দিত।
আজ পঁচিশ শে আগষ্ট,।
২০১৭ সালের এই দিনে আরকান রাজ্যের দীর্ঘদিনের বসবাসরত নিরস্ত্র মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমার সরকারের সশস্ত্র বিপথগামীরা ইতিহাসের নজিরবিহীন নির্যাতন শুরু করে।
প্রান বাঁচাতে চলে আসা এসব রোহিঙ্গারা এখন আমাদের প্রান কেড়ে নিচ্ছ।
উখিয়া টেকনাফের মাফিয়া রাজনীতি ও মাদকের কাছে অসহায় এসব রোহিঙ্গারা একবার ও ভাবছেননা আমাদের মেরে ফেল্লে তাদের বাঁচাবে কে?
হে বিশ্ব বিবেক আমরা বাচতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা বিশ্ব নেত্রী শেখ হাসিনা ওদের মানবিক আশ্রয় দিয়েছেন বলে আমাদের মানবতা আজ ভূলন্ঠিত হচ্ছে।
অনেক হয়েছে এবার তাদের নিজ দেশে ফেরৎ নিয়ে যেতে মিয়ানমানমারকে বাধ্য করুন।
বাংলাদেশ বাঁচান,মানুষ বাঁচান।
– লেখক সম্পাদক ও প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী